সোমবারের তুলনায় মঙ্গলবার দেশে সামান্য কমল কোভিডের দৈনিক সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়েছেন ১,২৪৭ জন । সোমবার সংখ্যাটা ছিল ২১৮৩ জন । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ জনের ।
গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সুস্থ (Recovery) হয়ে বাড়ি ফিরেছেন ৯২৮ জন । যা দৈনিক আক্রান্তের তুলনায় কম । সক্রিয় কোভিড রোগীর (Active Covid19 Cases) সংখ্যাও বাড়ছে । বর্তমানে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১১,৮৬০ জন । করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৫ লাখ ১১ হজার ৭০১ জন ।
দেশে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৫২৭ জন । মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৯৬৬ জনের ।
দেশে কোভিড পরিস্থিতি (national covid situation) এখনও সার্বিক ভাবে নিয়ন্ত্রণে থাকলেও চিন্তা বাড়াচ্ছে রাজধানী দিল্লির বাড়তে থাকা দৈনিক সংক্রমণ । সোমবার রাতের কোভিড বুলেটিন অনুযায়ী রাজধানীতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫০১ জন । রবিবারের তুলনায় সামান্য কম । তবে পজিটিভিটি রেট একলাফে বেড়ে হয়েছে ৭.৭২ শতাংশ । যা রীতিমতো উদ্বেগের ।