শনিবারের তুলনায় রবিবার দেশে সামান্য কমল কোভিডের দৈনিক সংক্রমণ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩,৩২৪ জন । গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ (Covid Deaths) হারিয়েছেন ৪০ জন । যা শনিবারের তুলনায় ১০ জন কম । সক্রিয় কোভিড রোগীর (Active Covid Cases) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯,০৯২ ।
দেশে সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৮৭৬ জন । এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ২৫৩ । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়েছে ৪০৮ জন ।
দেশে এখনও পর্যন্ত মোট কোভিডে(Covid 19) আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লক্ষ ৭৯ হাজার ১৮৮ জন । দেশজুড়ে কোভিডে মোট প্রাণ হারিয়েছেন ৫ লক্ষ ২৩ হাজার ৮৪৩ জন ।
বিশ্বজুড়ে ফের কোভিড নিয়ে উদ্বেগ বাড়ছে । চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা । চিনের বিভিন্ন অংশ লকডাউন চলছে । এদিকে, ভারতে ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ । কয়েকদিন আগেই দেশের করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তাঁর দাওয়াই, বাড়াতে হবে করোনা পরীক্ষা (Covid Test)। জোর দিতে হবে পড়ুয়াদের টিকাকরণে (Vaccination)। এবং ঠিক যে ভাবে লড়াই করে তৃতীয় ঢেউ রোখা হয়েছিল, এবার সেই একই পন্থায় লড়াই করতে হবে ।