দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তিন দিন খানিক আয়ত্তে থাকলেও গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ৪৪% বেড়েছে করোনা সংক্রমণ। মৃত্যু হয়েছে ২৯ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে পাওয়া তথ্য অনুসারে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৬২৯ জন। বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৬১,০১৩ জন।
Uttar Pradesh News : 'পাপ্পু পাস হো গয়্যা', ৫৫ বছরে স্কুল পাস করলেন প্রাক্তন বিজেপি বিধায়ক
গত দু’দিন খানিক কমেছিল সংক্রমণ। কিন্তু মঙ্গলবারই এক লাফে ৯ হাজারের গণ্ডি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। আশার খবর এই যে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৯৬৭ জন।