গত দু'দিনে দেশে কোভিড গ্রাফ ছিল নিম্নমুখী (India Covid Graph) । তবে, বুধবারের রিপোর্ট বলছে, ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে । বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৭,১৩৫ জন। মঙ্গলবার সংখ্যাটা ছিল ১৪ হাজারের নিচে । বেড়েছে মৃতের (Covid Death) সংখ্যাও । একদিনে মৃত্যু হয়েছে ৪৭ জনের ।
গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস । দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ৩৭ হাজার ৫৭ জন । একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৯, ৮২৩ জন । দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৬৭ হাজার ১৪৪ জন । মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৪৭৭ জনের ।
দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে ফের মহারাষ্ট্র । এখানে, একদিনে আক্রান্ত হয়েছেন ১,৮৮৬ জন । উদ্বেগ বাড়াচ্ছে কর্নাটক, তামিলনাড়ু ও কেরল ।