বুধবার দেশে ফের দৈনিক আক্রান্তের (Covid-19 Cases) সংখ্যা বেড়েছে । এদিন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৬,১৫৯ জন । মঙ্গলবার সেই সংখ্যাটা ছিল ১৩,০৮৬ । বেড়েছে মৃতের সংখ্যা । একদিনে কোভিডে মৃত্যু (Covid Death) হয়েছে ২৮ জনের । সক্রিয় কোভিড রোগীর (Active Covid19 cases) সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৫ হাজার ২১২ ।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫,৩৯৪ জন । এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২৯ লাখ ৭ হাজার ৩২৭ । অন্যদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৮০৯ । এদিন, দেশের কোভিড পজিটিভিটির হার ৩.৫৬ শতাংশ ।
বিশেষজ্ঞদের দাবি, ভারতের করোনার চতুর্থ ঢেউ (fourth wave of coronavirus) যে কোনও সময়েই আছড়ে পড়তে পারে । নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে ইজরায়েলের এক গবেষকের পর্যবেক্ষণ । তিনি জানিয়েছেন বাংলা সহ দেশের দশ রাজ্যে করোনা ভাইরাসের নয়া প্রজাতি বি এ ২.৭৫ এর খোঁজ মিলেছে, যা খুবই দ্রুত হারে সংক্রমণ ঘটাতে পারে ।