দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা (India Covid Update) । মঙ্গলবার সংক্রমণ কিছুটা কমলেও বুধবার একলাফে অনেকটাই বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত (Daily Covid Cases) হয়েছেন ৫,২৩৩ জন । যা মঙ্গলবারের তুলনায় ৪১ শতাংশ বেশি । তবে, মৃতের (Covid Death) সংখ্যা কম । এদিনও, গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে ।
দেশের মধ্যে সবথেকে চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্র (Maharashtra) । এখানে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ । গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, এ রাজ্যে দৈনিক ৮১ শতাংশ করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে । একলাফে আক্রান্তের সংখ্যা দু হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে । তার মধ্যে ১,২৪২ জন আক্রান্ত মুম্বইয়ে (Mumbai) । এরপরেই রয়েছে কেরল (Kerala) । এখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১,৪৯৪ জন ।
বুধবার স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, একদিনে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩,৩৪৫ জন । যা দৈনিক আক্রান্তের তুলনায় কম । দেশে এখনও পর্যন্ত কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২৬ লাখ ৩৬ হাজার ৭১০ । অ্যাকটিভ কেসও (Active Case) বাড়ছে । বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২৮,৮৫৭ জন ।
বেশ কয়েক সপ্তাহ ধরে দেশে উর্ধ্বমুখী কোভিড গ্রাফ । করোনা নিয়ে নতুন করে আতঙ্ তৈরি হয়েছে । তার উপর মহারাষ্ট্রের পরিস্থিতি আরও চিন্তা বাড়াচ্ছে । নতুন করে করোনা স্ফীতির জন্য ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ রূপকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ।