দক্ষিণ-পূর্ব এশিয়ার (South-East Asia) কোভিড (Covid-19) সংক্রমণ বাড়াচ্ছে ভারত । এমনটাই দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা । WHO বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোভিড-১৯ সংখ্যার বৃদ্ধি প্রধানত নির্ভর করছে ভারতের উপর ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে ২৩ জানুয়ারি পর্যন্ত দেশে ১৫ লাখ ৯৪ হাজার ১৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন । তার আগের সপ্তাহে সংখ্যাটা ৬ লাখ ৩৮ হাজার ৮৭২ । অর্থাৎ এক সপ্তাহে প্রায় ১৫০ শতাংশ সংক্রমণ বেড়েছে ।
আরও পড়ুন, Pandemic in Europe : ওমিক্রনের দাপট কমতেই ইউরোপে শেষ হতে পারে অতিমারি, জানাল WHO
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে ৩ লাখ ৬ হাজার ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন । যা রবিবারের তুলনায় ৮.২ শতাংশ কম । সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২২ লাখ ৪৯ হাজার ৩৩৫ । যা ২৪১ দিনে সর্বোচ্চ ।