ইউক্রেনের (Ukraine) যুদ্ধবিধ্বস্ত সুমি (Sumy) থেকেও এবার ভারতীয়দের (Indian) উদ্ধারের (Evacutaion) কাজ শুরু হল। প্রাথমিক ভাবে ৬৯৪ জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার একথা জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী (Central Minister) হরদীপ সিং পুরী।
এরআগে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত কিয়েভ এবং খারকিভ থেকেও ভারতীয়দের উদ্ধার করা হয়েছিল। সুমি থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য ইউক্রেন এবং রাশিয়ার কাছে অনুরোধ করেছিলেন দিল্লি। সেইমতো এদিন ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা থেকে যুদ্ধ-বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন : রুশ আক্রমণে বিধ্বস্ত ইউক্রেনের দুশোর বেশি স্কুল, ধ্বংস ৩৪ হাসপাতাল
জানা গিয়েছে উদ্ধার ভারতীয়দের অধিকাংশই পড়ুয়া। তাঁদের উদ্ধারে এদিন যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়। এরআগে, ভারতীয় পড়ুয়াদের বিভিন্ন ভিডিও-র মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের শহর সুমির ছবি প্রকাশ্যে আসে। সেই ছবি দেখেই মূলত তাঁদের উদ্ধারে তৎপরতা শুরু করে দিল্লি। কারণ ওই ডিভিও বার্তায় পড়ুয়ারা দাবি করেছিলেন, রুশ-ইউক্রেন যুদ্ধে সবচেয়ে খারাপ পরিস্থিতি সুমির।