এখনই স্বাভাবিক হচ্ছে না আন্তর্জাতিক উড়ান পরিষেবা। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিমান চলাচল। সোমবার কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক একথা জানিয়ে দিয়েছে। মনে করা হচ্ছে, কোভিডের চতুর্থ ঢেউয়ের আশঙ্কাতে এই সিদ্ধান্ত কেন্দ্রের।
২০২০ সালের ২৩ মার্চ থেকে কোভিড আতঙ্কের মাঝেই আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করা হয়েছিল। কানপুর আইআইটির একদল গবেষকের আশঙ্কা, ভারতে ২০২২ সালের জুন মাসে আছড়ে পড়তে পারে কোভিডের চতুর্থ ঢেউ। তার প্রভাব অন্তত চার মাস থাকতে পারে। তার জেরে ফের ঘরবন্দি হতে হবে দেশের নাগরিকদের।
বর্তমানে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সংক্রমণের হারও অনেক কম। কমেছে কোভিডে মৃত্যুর সংখ্যাও। এখন ৪৫টি দেশের সঙ্গে বিমান চলাচলের অনুমতি দিয়েছে কেন্দ্র। প্রত্যেক দেশের সঙ্গেই এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ ভারত। মাঝে বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা থাকলেও ওমিক্রনের দাপটে তা পিছিয়ে যায়। কোভিডের প্রভাব কমলেও এখনই ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র।