জনসংখ্যায় চিনকে টেক্কা ভারতের। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশে শীর্ষে ভারত। বুধবার রাষ্ট্রসঙ্ঘের একটি রিপোর্টে এমনই তথ্য প্রকাশিত হয়েছে।
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে দাবি, ভারতের জনসংখ্যায় বর্তমানে চিনের থেকে ২৯ লক্ষ বেশি। UNFPA দাবি করেছে, ভারতের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লক্ষ। চিনের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লক্ষ।
১৯৫০ সালের পর প্রথম বার ভারতের জনসংখ্যা চিনকে ছাপিয়ে গিয়েছে। জীবনযাত্রার মানের হিসেবে ভারতের থেকে এগিয়ে চিন। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী, চিনে নারী-পুরুষের অনুপাত ৮৩:৭৬। ভারতের নারী-পুরুষের অনুপাত ৭৪:৭১।