বিশ্ব ক্ষুধা সূচক ২০২৩-এ (Global Hunger Index 2023) ১১১ তম স্থানে ভারত । গতবারই ১২১টি দেশের মধ্যে ১০৭ নম্বরে ছিল দেশ । তবে, চলতি বছর রিপোর্ট বলছে, ১২৫টি দেশের মধ্যে ভারত ১১১ নম্বরে । অর্থাৎ আরও চার ধাপ নীচে নেমে গিয়েছে ভারত । এদিকে, সূচকে ভারতকে টেক্কা দিচ্ছে পাকিস্তান, বাংলাদেশ । ভারত মাত্র ২৮.৭ পয়েন্ট পেয়েছে । শুধু তাই নয়,শিশুদের অপুষ্টির হার এ দেশে ১৮.৭ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ । যদিও, এই রিপোর্ট মানতে নারাজ কেন্দ্র । এই রিপোর্ট ত্রুটিপূর্ণ বলে দাবি করা হচ্ছে ।
বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, শিশুদের উচ্চতার সঙ্গে ওজনের অনুপাতে বিশ্বের মধ্যে সবথেকে পিছিয়ে আছে ভারত, ১৮.৭ শতাংশ । এর অর্থ হল ভারতে অপুষ্টি । ক্ষুধা সূচকে কত নম্বরে আছে প্রতিবেশী দেশগুলি ? পাকিস্তান রয়েছে ১০২ নম্বরে, বাংলাদেশ ৮১, নেপাল ৬৯ এবং শ্রীলঙ্কা ৬০ । কিন্তু, কেন্দ্রীয় সরকার মানতেই চাইছে না এই রিপোর্ট । কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক বলছে রিপোর্টে কোনও পদ্ধতিগত সমস্যা রয়েছে ।
আরও পড়ুন, Operation Ajay: ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয় নাগরিককে নিয়ে দেশে ফিরল প্রথম বিমান
কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, সূচক গণনার জন্য ব্যবহৃত চারটি বিষয়ের মধ্যে তিনটিই শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত । সেক্ষেত্রে সামগ্রিকভাবে দেশবাসীর ক্ষুধার প্রকৃত অবস্থাটা ধরা পড়ে না । পাশাপাশি, সমীক্ষা করা হয়েছে মাত্র ৩০০০ জনকে নিয়ে । এর ফলে প্রকৃত ছবিটা ধরা পড়ে না ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশে পাঁচ বছরের নীচে শিশুমৃত্যুর হার ৩.১ শতাংশ । ঠিকঠাক খাবার পান না এমন মানুষের পরিসংখ্যান ১৬.৬ শতাংশ । আরও বলা হয়েছে , ১৫ থেকে ২৪ বছরের মহিলাদের মধ্যে রক্তাল্পতায় ভোগেন ৫৮.১ শতাংশ ।