প্রজাতন্ত্র দিবসে চালু কোভিডের ন্যাজাল ভ্যাকসিন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ মনসুখ মাণ্ডভ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং ভারত বায়োটেকের ইনকোভ্যাক টিকার উদ্বোধন করেন।
গত ডিসেম্বরেই ভারত বায়োটেক ন্যাজাল টিকার কথা ঘোষণা করেছিল। সরকারি হাসপাতাল থেকে ৩২৫ টাকা ও বেসরকারি হাসপাতাল থেকে ৮০০ টাকায় এই টিকা পাওয়া যাবে। প্রজাতন্ত্র দিবসে বিশ্বে প্রথম এই ন্যাজাল ভ্যাকসিন চালু করল দেশীয় সংস্থা ভারত বায়োটেক।
উল্লেখ্য,ইতিমধ্যেই সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এই টিকা নিতে পারবেন। যাঁরা কোভিডের দুটি টিকা নিয়েছেন, তাঁরা তৃতীয় ডোজ হিসেবে এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারেন।