প্যালেস্টাইনে (Palestine) ভারতীয় রাষ্ট্রদূত (India's Palestine envoy) মুকুল আর্যর অস্বাভাবিক মৃত্যু। রবিবার রামাল্লার ভারতীয় মিশনের মধ্যেই মুকুল আর্যকে (Mukul Arya) মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। ভারতীয় কূটনীতিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বসেছেন রামাল্লায় ভারতের প্রতিনিধি মুকুর আর্যের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
প্যালেস্টাইনের রাষ্ট্রদূতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের শীর্ষ স্থানীয় আধিকারিকরাও। প্যালেস্টাইনে ভারতীয় রাষ্ট্রদূতের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানান হয়েছিল, মুকুল আর্যের মৃত্যুর খবর খুবই বেদনাদায়ক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে গোটা ঘটনার তদন্তের দাবি জানান হয়েছে। ফরেন্সিক মেডিসিন মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ২০০৮ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসারের মৃত্যুর কারণ জানতে তদন্তের প্রয়োজন বলেও জানিয়েছেন ভারতীয় রাষ্ট্রদূতের অফিস।
প্রসঙ্গত, মুকুল আরিয়ার বোন মুক্তা আরিয়াও আইএএস আধিকারিক, বর্তমানে হাওড়ার জেলাশাসক পদে নিযুক্ত তিনি ।