সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষামন্ত্রী স্তরের বৈঠকের উদ্যোক্তা হিসাবে কূটনৈতিক রীতি মেনেই পাকিস্তানকে আমন্ত্রণ জানাল ভারত সরকার। আগামী ২৯ মার্চ এবং ২৭ এপ্রিল হবে এই বৈঠক। প্রথমদিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের বৈঠক, দ্বিতীয়দিন হবে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের আলোচনা। দু'টি বৈঠকই হবে নয়াদিল্লিতে। বৈঠকে যোগ দিতে পারে চিন, রাশিয়া সহ সদস্য রাষ্ট্রগুলি।
তবে আমন্ত্রণ পেলেও পাকিস্তানের কোনও প্রতিনিধি বৈঠকে যোগ দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়৷
সম্প্রতি নয়াদিল্লিতে এসসিও দেশগুলির প্রধান বিচারপতিদের বৈঠক হয়৷ সেখানে পাক প্রধান বিচারপতি উমর অটা বন্দিয়াল না থাকলেও ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের অন্য এক বিচারপতি।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ৩টি সাবেক সোভিয়েত দেশ কিরঘিজস্তান, কাজাখস্তান এবং তাজিকিস্তানকে সঙ্গে নিয়ে চিন একটি নতুন জোট গড়েছিল। ওই দেশগুলির সঙ্গে চিনের ৩৫০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। ১৯৯৬ সালে এই চারটি রাষ্ট্রের সঙ্গে রাশিয়া যোগ দিয়ে গড়ে তোলে সাংহাই ফাইভ। ২০০১-এ উজবেকিস্তান এই জোটে যোগ দেয় এরপর সংস্থাটির নাম বদলে হয় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)। ২০১৫ সালে ভারত এবং পাকিস্তান এসসিও-র সদস্য হয়।