রবিবার নতুন সংসদ ভবনের দ্বারোদ্ঘাটন। বিশেষ পুজো ও সেঙ্গোল স্থাপনা করে নতুন ভবনের উদ্বোধন। ঘড়ি ধরে, নির্দিষ্ট তিথি ও সময় মেনে এই অনুষ্ঠান হবে। মূলত দুই দফায় এই বিশেষ অনুষ্ঠান। সকাল থেকেই তোড়জোড় শুরু হবে যাবে। এই অনুষ্ঠানের ফাঁকেই ৭৫ টাকার কয়েনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার সকালে সাড়ে ৭টা থেকে প্রথম দফার অনুষ্ঠান শুরু হবে। এই সংসদ ভবনের বাইরে একটি গান্ধী মূর্তি রাখা হয়েছে। সেখানেই মন্ডপ করে পুজোর ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা থাকবেন সেই অনুষ্ঠানে। সংসদ ভবনের ভিতরে সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সেঙ্গোল স্থাপন করা হবে। তামিলনাড়ুর সাধুরা প্রধানমন্ত্রীর হাতে এই সেঙ্গোল তুলে দেবেন। দিল্লিতে এসেছেন তামিলনাড়ুর প্রায় ৩০ জন সাধু।
দুপুর ১২টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠান হবে। এরপর নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে ২টি শর্ট ফিল্মও দেখানেো হবে। এরপর রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির বার্তা পাঠ করে শোনাবেন রাজ্যসভার চেয়ারম্যান। লোকসভার স্পিকারও বিবৃতি দেবেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হবে।