রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) প্রয়াণে সম্মান জানিয়ে রাষ্ট্রীয় শোক (State Mourning) ঘোষণা ভারতের (Indian Government)। বৃহস্পতিবার রাতে চিরবিদায় নেন ইংল্যান্ডের রানি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে,আগামী রবিবার দেশের সব সরকারি দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কোনও অনুষ্ঠানের আয়োজনও করা হবে না।
প্রয়াত রানি এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে একটি ওপেন বুকও রাখা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে শ্রদ্ধা জানান রানি এলিজাবেথকে। প্রধানমন্ত্রী বলেন, "রানি এলিজাবেথের ব্যক্তিত্ব ও গাম্ভীর্য ও সাধারণ মানুষের জীবনে প্রভাব ছিল অনস্বীকার্য।"
আরও পড়ুন: ইতিমধ্যেই গ্রেফতার ৩, টিটাগড় গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার বাড়িতে শাসকদলের নেতারা
প্রসঙ্গত, শুক্রবারই স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রাসাদ থেকে রানির মরদেহ বাকিংহ্যাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। ওয়েস্টমিনস্টার হলে রানির দেহ রাখা থাকবে। আগামী তিনদিন তাঁকে শ্রদ্ধা জানাবে সাধারণ মানুষ।