অরুণাচল প্রদেশের পাহাড়ে দুর্ঘটনাগ্রস্ত সেনাবাহিনীর 'চিতা' হেলিকপ্টার। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মান্দালা পাহাড়ের কাছে ভেঙে পড়েছে এই হেলিকপ্টারটি।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে ঘটনাটি ঘটে। ২ পাইলট নিখোঁজ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাইলটদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরেই ভারতীয় বায়ুসেনা ও সেনাবাহিনী এই চিতা হেলিকপ্টার ব্যবহার করে। বর্তমানে হেলিকপ্টারগুলির অবস্থা ততটা ভাল নয়। ভারতীয় সেনাবাহিনীর জন্য ৯৫টি হালকা কমব্যাট হেলিকপ্টার, ১১০টি হালকা ইউটিলিটি হেলিকপ্টার অন্তর্ভূর্ত করার কথা ভাবছিল প্রতিরক্ষা মন্ত্রক। এরই মধ্য়ে দুর্ঘটনার কবলে চিতা হেলিকপ্টার।