প্রবল তুষারপাতের কারণে পূর্ব সিকিমের ছাঙ্গুতে আটকা পড়ে গিয়েছিলেন ১ হাজারের বেশি পর্যটক। তাঁদের উদ্ধারকার্যে এগিয়ে এলো ভারতীয় সেনা। আটকে পড়া সকলকেই উদ্ধার করলেন ভারতীয় জওয়ানরা। আট ঘণ্টারও বেশি সময় ধরে নিরলস প্রচেষ্টার পর পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। সমস্ত পর্যটককে গরম খাবার, গরম পোশাক এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
তুষার জমে যাওয়ায় রাস্তা দিয়ে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পর্যটক বোঝাই প্রায় ২০০টি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে। প্রায় ১৫ কিলোমিটার জুড়ে পথ আটকে সার দিয়ে দাঁড়িয়েছিল গাড়িগুলি। সেনা সূত্রে জানা গিয়েছে, প্রবল তুষারপাতের কারণে বৃদ্ধ, মহিলা এবং শিশু সহ ১ হাজারেরও বেশি পর্যটক ছাঙ্গুর ১৫ কিলোমিটার জুড়ে আটকে পড়েছিলেন।