ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তর সিকিম । ইতিমধ্যেই হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ শুরু করেছে সেনা । পাশাপাশি লাচুংয়ে মোবাইল সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে । মোবাইলে সংযোগে ফেরাতে ভারতীয় সেনার ত্রিশক্তি কোর দিন-রাত এক করে কাজ করেছে । অবশেষে, পর্যটক থেকে স্থানীয়রা এখন মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ।
সিকিমের আবহাওয়া উন্নতি হতেই জোরকদমে উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনা । উত্তর সিকিমের আকাশে উড়তে দেখা যাচ্ছে হেলিকপ্টারকে । সেই হেলিকপ্টারে করেই আটকে পড়া বাসিন্দা ও পর্যটকদের গ্যাংটকে নিয়ে আসা হচ্ছে । জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় দেড়শো জনের কাছাকাছি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে । তার মধ্যে উত্তর সিকিমের চতেন থেকে ২৯ জন এবং লাচুং থেকে ১২০ জনকে উদ্ধার করে ভারতীয় সেনা ।
শুধুমাত্র হেলিকপ্টার নয়, সড়কপথেও চলছে উদ্ধার কাজ । ভেঙে পড়া সেতু ও রাস্তাঘাট নির্মাণের কাজ চলছে জোরকদমে । ভারতীয় সেনাদের ধন্যবাদ জানাচ্ছেন পর্যটক থেকে স্থানীয়রা । ২৪ ঘণ্টা তাঁদের নিরলস পরিশ্রমেই আবারও স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করেছে সিকিমে ।