মণিপুরের ইম্ফলে এক ভারতীয় সেনার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়়িয়েছে। শনিবার, তাঁকে তিনজনের এক সশস্ত্র বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে যায়। রবিবার ইম্ফলের কুনিংথেক গ্রামে এক সেনার দেহ উদ্ধার হয়। ভারতীয় সেনার ডিফেন্স সিকিউরিটি কর্পসের প্ল্যাটন তাঁর দেহ শনাক্ত করেছে। কাংপোকপি জেলার লেইমাখংয়ে পোস্টিং ছিল তাঁর।
সেনা আধিকারিকরা জানিয়েছেন, ওই সেনাকর্মীর নাম সেপয় কম। তিনি বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন। শনিবার সকাল ১০টা নাগাদ, তাঁকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় তিনজনের সশস্ত্র বাহিনী। এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী তাঁর ১০ বছরের ছেলে।
আরও পড়ুন: 'ভারতমাতা' রূপে সনিয়া গান্ধী! রাস্তায় হোর্ডিং তেলাঙ্গানা কংগ্রেসের