ফের জঙ্গি দমনে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। ভারতীয় সেনা ৭ অগাস্ট একটি ভিডিয়ো প্রকাশ্যে আনে , যেখানে দেখা যায় নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি দুই জঙ্গি অনুপ্রবেশের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে। ইঙ্গিত পেতেই ভারতীয় জওয়ানরা টহল দিতে শুরু করে গোটা এলাকায়। থার্মাল ক্যামেরায় ঘন জঙ্গলের মধ্যেও ধরা পরে জঙ্গিদের কীর্তিকলাপ। সেই দেখেই দুই জঙ্গিকে ধরে ফেলে জওয়ানরা।
HS Semester: রাজ্যের শিক্ষাব্যবস্থায় আসতে চলেছে আমূল পরিবর্তন, উচ্চমাধ্যমিক হবে সেমেস্টারে!
জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে এরপর সেনা জওয়ানরাও তাদের লক্ষ্য করে গুলি চালায় ঘটনায় নিহত হয় এক জঙ্গি, কিন্তু আরেকজন জঙ্গি এখনও নিখোঁজ। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগে বড়সড় জঙ্গি হামলার ছক চলছে। এর জেরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে..