এবার থেকে সপ্তাহে ৫ দিনই ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্তে শীলমোহর পড়তে চলেছে। যা নীতিগতভাবে সমর্থন করেছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন এআইবিইএ। ফলে এবার থেকে প্রতি সপ্তাহেই সোম থেকে শুক্র, ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া শুধু সময়ের অপেক্ষা। উল্লেখ্য, এতদিন রবিবারের পাশাপাশি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার বন্ধ থাকত ব্যাঙ্ক।
জানা গিয়েছে, এই নয়া নিয়মে আগের চেয়েও কম সময়ে গ্রাহকরা ব্যাঙ্কের কাজ সারতে পারবেন। আলোচনার প্রথমিক পর্বে আইবিএ-র প্রস্তাব, মাসে অতিরিক্ত দু’দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় যে কাজ জমে যাচ্ছে, তা বাকি দিনগুলিতে পুষিয়ে দিতে হবে কর্মীদের। ফলে পাঁচ দিনের সপ্তাহ চালু হলেও যেন গ্রাহক পরিষেবায় ঘাটতি না থাকে, তা নিয়েও আলোচনা হয়েছে বলেই খবর। আইবিএ-এর প্রস্তাবিত এই নয়া নিয়ম দেশে থাকা রাষ্ট্রায়ত্ত-বেসরকারি-বিদেশি ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে খবর।
আরও পড়ুন- Basirhat TMC inner clash : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বসিরহাট, চলল গুলি, আহত এক পুলিশকর্মী
বর্তমানে ব্যাঙ্কের কাজ সারার জন্য গ্রাহকরা দিনে সময় পান ৬ ঘন্টা ১৫ মিনিট। কিন্তু নয়া সিদ্ধান্তের ফলে সপ্তাহান্তে দু'দিন ছুটি মেলায় ১৩ ঘণ্টা কাজ কম করতে হবে ব্যাঙ্ক কর্মীদের। ফলে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যাঙ্ক কর্মীদের বিভিন্ন সংগঠন।
কাজের সময় কমানো এবং সপ্তাহে দু'দিন ছুটির দাবিতে দীর্ঘদিন ধরেই অনড় ব্যাঙ্ক কর্মীদের বিভিন্ন সংগঠন। এমনকি, এই দাবিসহ অন্যান্য দাবিতে গত শনিবার ব্যাঙ্ক বন্ধের ডাকও দিয়েছিল ব্যাঙ্ক কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। যদিও গ্রাহক-স্বার্থের কথা ভেবে পরে তারা ওই ধর্মঘট প্রত্যাহার করে নেয়।