জলদস্যুদের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য ভারতীয় নৌ সেনার। সোমালি জলদস্যুদের বিরুদ্ধে টানা ১২ ঘন্টা অভিযান চালিয়ে ২৩ জন পাকিস্তানি কর্মীকে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে আরব সাগরের সোকোত্রা লেট থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে। জানা গিয়েছে, ইরানের পতাহাবাহী মাছ ধরার নৌকা 'আল কাম্বারা ৭৮৬' কে আটক করে জল দস্যুরা।
আরও পড়ুন - ভবিষ্যতের হরমনপ্রীত! ভূ-স্বর্গে ব্যাট হাতে ছক্কা ঝড় ছোট্ট মেয়ের
এই খবর পেয়ে ভারতীয় নৌসেনার'আইএনএস সুমেধা এবং যুদ্ধাজাহাজ 'আইএনএস ত্রিশূল' পৌঁছয় ঘটনাস্থলে। শুরু হয় লড়াই। টানা ১২ ঘন্টা লড়াইয়ের পরে হার মানে জলদস্যুরা।