ফের আরব সাগরে সাফল্য পেল ভারতীয় নৌসেনা। এবার সোমালি জলদস্যুদের হাত থেকে ১৯ পাকিস্তানি নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌসেনা। ওই পাক নাবিকদের উদ্ধার করেছে ভারতীয় রণতরী আইএনএস সুমিত্রা।
ভারতীয় নৌসেনা জানিয়েছে, গত রবিবার আরব সাগরে সোমালিয়ার সশস্ত্র জলদস্যুদের কবলে পড়ে ইরানের মাছ ধরার জাহাজ আল নাইমি। তাতে ছিলেন ১৯ জন পাক নাবিক। এই খবর আসার পরেই তাদের উদ্ধারে এগিয়ে যায় ভারতীয় নৌসেনার রণতরী। এই নিয়ে গত দুদিনে দ্বিতীয়বার আরব সাগরে সাফল্য পেল ভারতীয় নৌসেনা।
সোমবার ইরানি জাহাজকে ঘিরে ফেলে, সেখান থেকে সোমালি দস্যুদের মুক্ত করে ভারতীয় নৌসেনা। উদ্ধার করা হয়েছে ১৯ পাক নাগরিককে। এই ঘটনার ঠিক আগে ওই একই জায়গা থেকে জলদস্যুদের কবল থেকে একই ভাবে ১৭ ইরানিকে উদ্ধার করা হয়েছিল।