সমুদ্রের তলদেশের লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানল দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো। আরও মজবুত হল নৌসেনার অস্ত্রভান্ডার। মঙ্গলবার এই টর্পেডোর যৌথ পরীক্ষা করে নৌসেনা এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)
পরীক্ষা সফল হওয়ার পর নৌসেনার তরফে টুইটও করা হয়েছে। সম্প্রতি এমএইচ-৬০ রোমিও হেলিকপ্টার নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়। হেলিকপ্টারটি দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরী আইএনএস বিক্রান্তে প্রথম অবতরণ করে। নৌসেনা জানিয়েছে, ‘অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার’-এর ক্ষেত্রে এই হেলিকপ্টার নৌসেনার শক্তি অনেকটাই বাড়িয়েছে।