ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) বড় উদ্যোগ । প্রথম দফায় নৌবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বড় সুযোগ পেতে চলেছেন মহিলারা । মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীর তরফে বলা হয়েছে, অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত মহিলাদের নিয়োগ (20 percent women recruitment in Indian navy করা হবে ।
১ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । ৪ জুলাইয়ের মধ্যেই দেশজুড়ে প্রায় ১০,০০০ মহিলা প্রার্থী অগ্নিপথ স্কিমের (Agnipath Scheme) অধীনে আবেদন করেছেন। ভারতীয় নৌবাহিনীর ওয়েবসাইটে অনুযায়ী, অর্ডন্যান্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড নেভাল এয়ার মেকানিক্স, কমিউনিকেশনস (অপস) এবং কমিউনিকেশনস (ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার), এবং গানারি ওয়েপনস এবং সেন্সর নিয়ন্ত্রকের ভূমিকায় নিয়োগ দেওয়া হবে যোগ্য মহিলা প্রার্থীদের । অপারেশনাল প্রয়োজনীয়তা অনুসারে তাঁদের বিভিন্ন যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে । তবে অফিসার পদে দেশের বিভিন্ন যুদ্ধজাহাজে ইতিমধ্যেই প্রায় ৩০ জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন, CBSE Exam Results 2022: নির্দিষ্ট সময়ই প্রকাশিত হবে CBSE ফল, জানালেন বোর্ডের শীর্ষ কর্তা
অন্যদিকে, বায়ুসেনায় অগ্নিবীরদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে । মঙ্গলবার পর্যন্ত ২.৭ লক্ষেরও বেশি সম্ভাব্য অগ্নিবীর আবেদন করেছেন ।