Agneepath Protest Update: অগ্নিপথ বিক্ষোভের আঁচ অব্যাহত, বাতিল জনশতাব্দী এবং দানাপুর-সাহিবগঞ্জ এক্সপ্রেস

Updated : Jun 27, 2022 11:44
|
Editorji News Desk

অগ্নিপথের জের, পূর্ব-মধ্য রেল অঞ্চলে বিক্ষোভের আশঙ্কায় সোমবার আরও ২টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল করা হয়েছে হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও সাহিবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস। এর ফলে প্রবল সমস্যায় পড়েছেন দূর-দূরান্তের বহু যাত্রী। 

রবিবার বিবৃতি দিয়ে ভারতীয় রেল জানায়, ২০০ কোটি নয়, অগ্নিপথের আগুনে শুধু বিহারেই রেলের ক্ষতি ৭০০ কোটি টাকা। এছাড়া গত কয়েকদিনের বিক্ষোভের জেরে মোট ৬০টি বগিতে আগুন দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে ১১টি ইঞ্জিন। এছাড়াও বিহারের একাধিক জেলার একাধিক স্টেশনে তাণ্ডবের জেরে ভেঙে তছনছ হয়ে গিয়েছে রেলের বহু সম্পত্তি। ফলে সব খরচ ধরলে রেলের ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ৭০০ কোটি। 

আরও পড়ুন- Today Bharat Bandh : অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় আজ ২৪ ঘণ্টা ভারত বন্‌ধ, কড়া নিরাপত্তা বিহারে

শুক্রবারই দানাপুরের ডিআরএম উল্লেখ করেছিলেন রেলের ২০০ কোটি টাকা ক্ষতির কথা। পূর্ব-মধ্য রেলের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, এখনও পুরোপুরি হিসাব কষা হয়ে ওঠেনি। তাতেই দেখা যাচ্ছে ৭০০ কোটির ক্ষতি হয়েছে।

রেলের সম্পত্তি নষ্টের পাশাপাশি যেভাবে পরিষেবা ব্যাহত হয়েছে,  বিপুল সংখ্যায় ট্রেন যে ভাবে বাতিল করতে হয়েছে, সেই ক্ষতির পরিমাণও অনেক। ৬০ কোটি যাত্রী এই পরিস্থিতির জন্য টিকিট বাতিল করেছেন। ট্রেন বাতিল, রেললাইনের ক্ষতি করা, রেলের সম্পত্তি নষ্ট— সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে পুরোপুরি রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে। তবে সেই অঙ্কের পরিমাণ যে আরও কয়েক গুণ বেশি হবে সে বিষয়ে সন্দেহ নেই বলেই মত রেল আধিকারিকদের।

Agneepath SchemeAgnipath Protest UpdateAgnipath Scheme Protest

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর