রেলের আয়ের মূল উৎস যাত্রী পরিবহন। এছাড়াও বিভিন্ন উপায়ে রেল দফতর আয় করে থাকে। বিজ্ঞাপন, মালগাড়ি ছাড়াও সিনেমার শুটিং থেকেও মোটা টাকা আয় করে ভারতীয় রেল দফতর।
সিনেমার শুটিং-
রেলস্টেশন বা ট্রেনের কামরায় শুটিংয়ের দৃশ্য ক্যামেরাবন্দি হয়। এক্ষেত্রে প্রযোজকদের তরফে মোটা অঙ্কের টাকা পায় রেল। পরিসংখ্যান বলছে, গত অর্থ বছরে রেলের আয় কমপক্ষে ১ কোটি ৬৪ হাজার টাকা। বেশ কয়েক বছরে অক্ষয় কুমারের ওএমজি, ইরফান খানের লাঞ্চ বক্স, টাইগার শ্রফের হিরোপন্থী-২, অক্ষয় কুমারের এয়ারলিফ্টের মতো সিনেমাগুলি থেকে সবচেয়ে বেশি রোজগার করেছে রেল। মুম্বই-চেন্নাই-পাঞ্জাবের বিভিন্ন স্টেশন থেকে শুটিংয়ের দরুণ মোটা টাকা পায় রেল। এছাড়া ওয়েব সিরিজে স্টেশনে শুটিং করেও রেলকে দিতে হয় মোটা টাকা।
আরও পড়ুন- Low Electric Bill Tricks: হাঁসফাঁস গরমে এসি চালাতেই হবে, কীভাবে আয়ত্তে রাখবেন বিদ্যুতের বিল?