নতুন সময়সূচি প্রকাশ করেছে ভারতীয় রেল। শনিবার অল ইন্ডিয়া রেলওয়ে টাইম টেবিল এই ঘোষণা করেছে। প্রত্যকেবার নতুন সময়সূচি এলে 'ট্রেনস অ্যাট এ গ্লানস'- নামে একটি ম্যাগাজিন বের করে ভারতীয় রেল। এবারও সেই রেলের পত্রিকা প্রকাশিত হবে। সঙ্গে www.indianrailways.gov.in এই সাইটেও দেখা যাবে নতুন সময়সূচি।
ভারতীয় রেলের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট ৩,২৪০টি মেল ও এক্সপ্রেস ট্রেন চলে। এছাড়াও প্রায় ৩ হাজার প্যাসেঞ্জার ট্রেন চলে। শহরতলিতে চলে ৫,৬৬০টি ট্রেন। কোভিডের পর যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ২০২১ সাল থেকে ৬৫ হাজারের বেশি স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেলওয়ে। নতুন সময়সূচিতে দেশের সব ট্রেনের নতুন সময়সূচি রাখা হয়েছে।
ভারতীয় রেল নিয়ে একাধিক অভিযোগ আছে যাত্রীদের। রেল আধিকারিকদের দাবি, সমস্যা মেটাতে নতুন সময়সূচি বের করা হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলে নতুন টাইমটেবিলে সময়ানুবর্তিতা ৯ শতাংশ বাড়বে।
দেশে এতদিন দুটি বন্দে ভারত এক্সপ্রেস চলত। শুক্রবার তৃতীয় ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনও পর্যন্ত বন্দে ভারত দেশের দ্রুততম ট্রেন বলে দাবি ভারতীয় রেলের।