বাইরে ঘন কুয়াশা। তার জেরে বিমান উড়তে দেরি হবে। ককপিটের বাইরে এসে এইটুকুই ঘোষণা করেছিলেন পাইলট। তাতেই অগ্নিশর্মা এক যাত্রী। বিমানের মধ্যেই পাইলটের গায়ে হাত তোলার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। এই ঘটনার দিল্লি বিমানবন্দরের। দিল্লি থেকে গোয়া যাচ্ছিল ইন্ডিকোর একটি উড়ান। সেই উড়ানের মধ্যেই পাইলটের গায়ে তোলেন ওই যাত্রী। এমনকী, ভিডিওতে ওই যাত্রীকে হুমকি দিতেও শোনা গিয়েছে।
জানা গিয়েছে ওই যাত্রী নাম সাহিল কাটরিয়াল। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠছে। প্রায় সবমহল থেকেই ওই যাত্রীরে গ্রেফতারের দাবি তোলা হয়েছে।
এই ঘটনায় বিমানের মধ্যে থাকা বাকি যাত্রীরাও অবাক হয়ে যান। ঘটনার জেরে ভয়ে কেঁদে ফেলেন এক বিমান সেবিকাও। গ্রেফতারের পাশাপাশি সাহিল নামের ওই যাত্রীকে কালো তালিকা ভুক্ত করার দাবিও উঠেছে।