যান্ত্রিক ত্রুটির জেরে শারজাহ থেকে হায়দরাবাদগামী একটি ইন্ডিগো বিমান (Indigo flight) পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করে। ওই বিমানের যাত্রীদের অন্য একটি বিমানে হায়দরাবাদ আনা হচ্ছে।
ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিমানে যান্ত্রিক ত্রুটি নজরে আসার পরই পাইলট বিষয়টি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান এবং বিমানটিকে করাচিতে অবতরণ করার সিদ্ধান্ত নেন।’
Jagdeep Dhankhar:আইনজীবী থেকে সংসদীয় রাজনীতি, ধনখড়ের রাজনৈতিক জীবনে একাধিক চড়াই-উতরাই
মাত্র দু'দিন আগে, দিল্লি থেকে ভদোদরাগামী একটি ইন্ডিগো বিমান জয়পুরে জরুরি অবতরণ করেছিল। তার আগে 5 জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে স্পাইসজেটের একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল। বিমানটি দিল্লি থেকে দুবাই যাচ্ছিল।