যাত্রী পরিষেবা নিয়ে ফের বিতর্কের মুখে ইন্ডিগোর নিরাপত্তা। জানা গিয়েছে, দিল্লিগামী বিমানে জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিভ্রাট এড়াতে মাত্র ১ থেকে ২ মিনিটের 'হোল্ডিং' জ্বালানি নিয়ে তড়িঘড়ি বিমান ল্যান্ড করা হয় চণ্ডীগড় বিমানবন্দরে।
জানা গিয়েছে, গত ১৩ এপ্রিল দুপুর ৩টে ২৫ নাগাদ অযোধ্যা থেকে দিল্লির উদ্দেশে যাচ্ছিল ৬ই২৭২০২ ইন্ডিগো বিমানটি। বিকেল সাড়ে ৪টে নাগাদ বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে জানানো হয়, দিল্লির খারাপ আবহাওয়ার কারণে অবতরণ করা সম্ভব নয়।
আরও পড়ুন - কলকাতা নিরাপদ নয়! মুজাম্মিলের গ্রেফতারির পর শহর ছাড়ার নির্দেশ জঙ্গিদের
এরপর দিল্লির আকাশে বেশ কয়েকবার চক্কর কাটার পর যাত্রীদের জানানো হয়। জ্বালানি প্রায় ফুরিয়ে এসেছে। মাত্র ৪৫ মিনিটের 'হোল্ডিং'জ্বালানি রয়েছে ফলে চণ্ডীগড়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হাচ্ছে বিমান। এরপর মাত্র ১-২ মিনিটের জ্বালানি বাকি থাকতে থাকতেই অত্যন্ত ঝুঁকি নিয়ে বিমান অবতরণ করা হয়।