আর্ন্তজাতিক মাতৃদিবসে সোস্যাল মিডিয়া উপচে পড়ছে মায়েদের প্রতি ভালোবাসার বার্তায়। তার মধ্যেই বিমানে নিজের এয়ারহস্টেস মাকে ব্যতিক্রমী শুভেচ্ছা জানালেন মেয়ে, তিনি নিজেও একজন এয়ারহোস্টেস। একই বিমানে এই প্রথম এয়ারহোস্টেসের ইউনিফর্মে মা এবং মেয়ে! দেখে করতালির ঝড় উঠল বিমানে। অভিনন্দন জানালেন যাত্রীরা। ইন্ডিগো সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করতেই শুরু হয়েছে অভিনন্দনের বন্যা।
নাবিরা শাসনি নামে ওই এয়ারহোস্টেস প্রথমে নিজের পরিচয় দেন, তারপরেই জানান, এই প্রথম তিনি তাঁর সহকর্মী মায়ের সঙ্গে একই বিমানে। নাবিরা জানান, গত ৬ বছর ধরে তিনি মাকে কাজ করতে দেখেছেন, কিন্তু এই প্রথম তাঁরা পাশাপাশি, একই ইউনিফর্মে!
ততক্ষণে হাততালির ঝড় উঠেছে বিমান। আবেগাপ্লুত মা চোখের জল মুছে চুমু খাচ্ছেন মেয়ের গালে। ইন্ডিগো মা-মেয়ের ভিডিও শেয়ার করে লিখপছে, 'আমার মা হলেন সেই মানুষটি, যিনি মাটিতে এবং আকাশে- সর্বত্র, আমাকে জড়িয়ে থাকেন..'।