বিমান যাত্রীদের কাছে পরিচিত নাম ইন্ডিগো। খুব কম দামেই এই সংস্থার বিমানের টিকিট পাওয়া যায়। সেই কারণেই যাত্রীদের কাছে খুবই জনপ্রিয় ইন্ডিগো। এবার যাত্রীদের জন্য আরও সুখবর নিয়ে এল এই বেসরকারি বিমান সংস্থা।
এবার থেকে বিজনেজ ক্লাস চালু করতে চলেছে ইন্ডিগো। বৃহস্পতিবার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী অগাস্ট মাসেই ১৮ বছর পূর্ণ হতে চলেছে ইন্ডিগো এয়ারলায়েন্সের। এই ১৮ তম বার্ষিকীতেই বিজনেস ক্লাস পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো।
বর্তমানে প্রতিদিন ইন্ডিগোর ৩৬০টি বিমান বিভিন্ন রুটে পরিষেবা দেয়। তবে, এতদিন পর্যন্ত এই বিমান সংস্থা শুধুমাত্র ইকোনমি ক্লাস ছিল। এবার বিজনেস ক্লাসেও ভ্রমণ করা যাবে। এই বছরের শেষের আগেই এই পরিষেবা চালু হবে।