প্রেমিক পাগল হলে কী কী করতে পারেন ? সিনেমা-সাহিত্য, এমনকী বাস্তবে এই নিয়ে অনেক উদাহরণ আছে। কিন্তু সাবধান প্রেমিক ঘাতক হয়ে গেলে আরও বড় বিপদ। অতীতে যে এমন উদাহরণ নেই, এমনটা নয়। কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোরে যা ঘটল, তাতে অবশ্য শিউরে উঠতে হয়।
শনিবারই ইন্দোরের এক দোতলা আবাসনের আগুন লাগার ঘটনা ঘটেছিল। এই ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছিল। পুড়ে গিয়েছিল আবাসন লাগোয়া গাড়ি-স্কুটারও। প্রাথমিক তদন্তে প্রশাসন দাবি করেছিল, শট-সার্কিট থেকে আগুন লাগতে পারে। কারণ, রাত তিনটের কিছু পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কিন্তু পরে তদন্তে নেমে পুলিশের চোখ কপালে উঠেছে। শট-সার্কিট নয়। এই আবাসনের অগ্নিকাণ্ডের পিছনে রয়েছেন এমনই এক পাগল প্রেমিক। ২৭ বছরের এই যুবকের নাম শুভম ওরফে সঞ্জয় দীক্ষিত। শুক্রবার মধ্যরাতে আবাসনের সামনে এসে এক মহিলার স্কুটারে আগুন লাগায় সে। কারণ, এই মহিলা তাঁকে বিয়ে করতে চাননি। তার প্রতিশোধ হিসাবেই ওই দোতলা আবাসনে আগুন লাগিয়ে পালিয়ে যায় ওই যুবক।
সিসি ফুটেজ খতিয়ে দেখে ওই যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। এই ছবি দেখেই সামনে এসেছে আগুন লাগার আসল কারণ। এই ঘটনায় জখম আরও নয় জন। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করেছে মধ্যপ্রদেশ সরকার।