ভালবাসার কোনও লিঙ্গ,বয়স, জাতের ভেদাভেদ চলে না। কেবল ভালবাসার জন্যই সমস্ত বাধার সঙ্গে লড়াই করে যাওয়া যায়, এই উদাহরণ আগেও সামনে এসেছে বহু। ইন্দোরের বাসিন্দা অলকা সোনি। মেয়ে হয়ে জন্ম নিলেও, বড় হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন শরীরের সঙ্গে তাঁর মনের আকাশ-পাতাল তফাৎ। অর্থাৎ মানসিক ভাবে তিনি একজন পুরুষ। এরপর আস্থা নামের এক মহিলার সঙ্গে সম্পর্কেও জড়ান তিনি। দীর্ঘদিন সম্পর্কের পর বিয়ের ও সিদ্ধান্ত নেন তাঁরা।
'Panchayat' Season 3: ফুলেরায় ফিরছেন 'অভিষেক স্যার', কবে মুক্তি পাবে পঞ্চায়েতের তৃতীয় সিজন?
বিয়ের আগে ‘অলকা’ থেকে ‘অস্তিত্ব’ হন, ৪৭তম জন্মদিনে অস্ত্রোপচারের পর পুনর্জন্ম হয় অস্তিত্বর। ইতিমধ্যেই রেজিস্ট্রিও সেরে ফেলেছেন নব দম্পতি