ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হল একটি নতুন যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজটির (submarine) নাম আইএনএস বাগির (INS Vagir)। সোমবার মুম্বইয়ে আনুষ্ঠানিক ভাবে যুদ্ধজাহাজ বাগিরকে নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর পঞ্চম সাবমেরিন এটি।
বাগির এক ধরনের বালির মাছ। যারা লুকিয়ে শত্রুপক্ষকে আক্রমণ করতে ওস্তাদ। এই অত্যাধুনিক সাবমেরিন বাগির মাছের মতো একই রকম শত্রপক্ষের চোখে ধুলো দেওয়ার ক্ষমতা রাখে। এতে থাকা অসংখ্য সেন্সর টর্পেডোকেও বিভ্রান্ত করতে পারে।
আরও পড়ুন- পরমবীরচক্র প্রাপকদের নামে ২১টি দ্বীপের নামকরণ প্রধানমন্ত্রীর, নেতাজির নামেও দ্বীপ
এই যুদ্ধজাহাজটির মাধ্যমে ভারত-প্রশান্ত মহাসাগরীয় বলয়ে কৌশলগতভাবে বেজিংকে সহজেই মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও বাগিরের ইঞ্জিনটিও এমনভাবে তৈরি করা যাতে সেটি খুব দ্রুত ব্যাটারি চার্জ করতে সক্ষম হয়।