Car Insurance costlier from june: পয়লা জুন থেকেই দু-চাকা-চার চাকায় বাড়ছে বিমার খরচ

Updated : May 27, 2022 08:52
|
Editorji News Desk

সবজি, গ্যাস, পেট্রোল ডিজেলের পর এবার মূল্যবৃদ্ধির তালিকায় যুক্ত হতে চলেছে গাড়ি ও বাইকও! আগামী মাস থেকেই গাড়ি, বাইকের খরচ বাড়ছে। সড়ক পরিবহণ মন্ত্রক গাড়ি বিমার (Car insurance price) প্রিমিয়ামের অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । যার জেরেই দামি হতে পারে চার চাকা, দু’চাকার দাম। ১ জুন থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

‘থার্ড পার্টি’ মোটর ইনশিওরেন্স (Third party Motor Insurance) অর্থাৎ গাড়ির বিমার প্রিমিয়াম বাড়ানোর কারণেই এই মূল্যবৃদ্ধি হতে চলেছে। কতটা বাড়ছে প্রিমিয়াম? বুধবার কেন্দ্রের তরফে জারি করা এক বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, ১ হাজার সিসি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে  ২ হাজার ৭২ টাকার প্রিমিয়াম বাড়িয়ে করা হচ্ছে ২ হাজার ৯৪ টাকা। অন্যদিকে ১ থেকে দেড় হাজার সিসির ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে ৩ হাজার ২২১ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪১৬ টাকা করা হয়েছে প্রিমিয়াম। এদিকে দেড় হাজার সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে তা দাঁড়াচ্ছে ৭ হাজার ৮৯৭ টাকা।

অনুভবের সাদা-কালো পোট্রেট এঁকে উপহার দিতে চেয়েছিলেন বিদিশা

 ১৫০ সিসি থেকে ৩৫০ সিসি টু হুইলারের ক্ষেত্রে ১ হাজার ৩৬৬ টাকা পড়বে প্রিমিয়াম। অন্যদিকে ৩৫০ সিসির বেশি টু হুইলারের ক্ষেত্রে প্রিমিয়াম ২ হাজার ৮০৪ টাকা। 

উল্লেখ্য, মোটরগাড়ি আইনে থার্ড পার্টি ইনশিওরেন্স নেওয়া বাধ্যতামূলক। নয়া বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানের বাসের ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি ‘ভিন্টেজ কার’ তকমা থাকা গাড়ির ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড়ের কথাও বলা হয়েছে।

Car Insurance

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর