মহাকাশ বিজ্ঞানের গবেষণায় যুগান্তকারী সাফল্য অর্জন করেছে ভারত, বিশ্বের প্রথম দেশ হিসেবেই চাঁদের দক্ষিণ গোলার্ধে অবতরণ করেছে চন্দ্রযান (Chandrayaan 3)। এত বড় সাফল্যের সব কৃতিত্বই ধোসা আর ফিল্টার কফিকে দিচ্ছেন ইসরোর (ISRO) বিজ্ঞানীরা। ব্যাপার কী?
চন্দ্রযানের স্বপ্নকে সফল করার জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক বেশি কাজ করতে হয়েছে বিজ্ঞানীদের, তার জন্য অতিরিক্ত অর্থ পাননি কেউ, বদলে পেয়েছেন কী? বিনামূল্যে মশলা ধোসা এবং ফিল্টার কফি। সম্প্রতি ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ইসরোর চন্দ্রযান টিমের অন্যতম বিজ্ঞানী বেঙ্কটেশ্বর শর্মা।
Chandrayaan 3: স্লিপ মোডে প্রজ্ঞান, আবারও ঘুম ভাঙবে? আশায় বুক বাঁধছেন ইসরোর বিজ্ঞানীরা
ইসরোয় গবেষণারত গবেষকদের বেতন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই, তবে বিজ্ঞানীরা আগেই বলেছেন, কেন্দ্রীয় সংস্থা হওয়ায় এখানে বেতন নির্দিষ্ট এবং দেশের বহু বেসরকারি সংস্থার কর্মীদের বেতনের তুলনায় যথেষ্ট কম।