চন্দ্রযান ৩-এর সাফল্যের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই আগামী মহাকাশ অভিযানের (ISRO Gananyaan Mission) প্রকল্পের কথা সামনে এসেছে। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই কথা ঘোষণা করেছে। তাঁর ঘোষণা অনুযায়ী, এ বার গগনযান মিশনে রোবট মানবী 'ব্যোমমিত্রা'-কে পাঠানো হবে মহাকাশে।
মন্ত্রী জিতেন্দ্রের কথায়, ' অতিমারির কারণে এই মিশনে দেরি হয়েছে। চলতি বছরের অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রথম ট্রায়াল মিশন শুরু হবে। এই মিশনের দ্বিতীয় ধাপ এটা। যে ধাপে রোবট পাঠানোর পরিকল্পনা আছে।'
আরও পড়ুন - 'মুনওয়াক' শুরু প্রজ্ঞানের, কতটা তথ্য পাঠাল চন্দ্রযানের রোভার!
এই প্রথম মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা হচ্ছে। আগামী ২০২৫ সালে এই অভিযানে ভারত থেকে মহাকাশচারীদের যাওয়ার কথা রয়েছে মহাশূন্যে। তার আগে মানববিহীন দুটি অভিযান হবে। সেখানেই থাকবে 'ব্যোমমিত্রা'।