‘রিইউজেবল লঞ্চ ভেহিক্যাল' বা পুনর্ব্যবহার্য মহাকাশযান। পৌরাণিক আখ্যানের উপর ভিত্তি করেই যার নাম রাখা হয়েছিল 'পুষ্পক'। এই 'পুষ্পক'-এরই সফল পরীক্ষা করলেন ইসরোর বৈজ্ঞানিকরা।
উল্লেখ্য, শুক্রবার সকালে কর্নাটকের চিত্রদুর্গের ‘অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ’ থেকে ‘আরএলভি এলইএক্স-০২’-র অবতরণ সংক্রান্ত পরীক্ষা চালানো হয় বলে জানানো হয় ইসরোর তরফে। পৃথিবীর বায়ুমণ্ডলীয় ক্ষেত্রের বাইরে পাঠানো পুষ্পককে সফলভাবে অবতরণক্ষেত্রে ফিরিয়ে আনা হয়। এবার তার মহাকাশে পাড়ি দেওয়ার অপেক্ষা।
‘পুষ্পক’ হল ইসরোর তৈরি সর্বশেষ মহাকাশ যান। আকারে একটি এসইউভির থেকে বড় নয়। ডানাওয়ালা রকেটটি পুনঃব্যবহারযোগ্য। অর্থাৎ, একবার মহাকশে পাঠিয়ে ফের সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে পরবর্তী সময়ে ফের ব্যবহারের জন্য। এর ফলে একটি রকেট একাধিক মহাকাশ অভিযানে ব্যবহার করা যাবে। এতে মহাকাশ অভিযান সংক্রান্ত খরচও বেশ কিছুটা কমে যাবে বলে দাবি ওয়াকিবহালমহলের।