শুরু হয়েছে নতুন বছর । আর বছরের প্রথম দিনই বড় অভিযানে নামল ইসরো । ১ জানুয়ারি, মহাকাশে পাঠানো হল এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট, যার নাম এক্সপোস্যাট । ইসরোর লক্ষ্য এবার কৃষ্ণগহ্বর । কোথায় কোথায় ব্ল্যাক হোল রয়েছে, তার উৎস ইত্যাদি জানতে বিশেষ স্যাটালাইটটি পাঠানো হয়েছে । আমেরিকার পর ভারতই প্রথম কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য মহাকাশে এক্সপোস্যাট উৎক্ষেপণ হল ।
জানা গিয়েছে, ১ জানুয়ারি সকাল ঠিক ৯টা ১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে XPoSAT বা এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইটটি মহাকাশে পাড়ি দেয় । পোলিক্স (POLIX ) ও এক্সস্পেক্ট (XSPECT ) নামক দুটি পে-লোড সহ উৎক্ষেপণ করা হয়। ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সাফল্যের কথা জানানো হয়েছে। আপাতত এক্সপোস্যাটকে রাখা হয়েছে পৃথিবী থেকে ৬৫০ কিলোমিটার দূরের কক্ষপথে ।
মহাকাশে এক্স রশ্মির উৎস খুঁজবে এক্সপোস্যাট। জানা গিয়েছে, কৃত্রিম উপগ্রহর মাধ্যমে কৃষ্ণগহ্বরের উপস্থিতি, সন্ধান, উৎস ইত্যাদি নানা বিষয়ে তথ্য জোগাড় করা হবে । এই মিশনে প্রায় ২৫০ কোটি খরচ হয়েছে ।