চাঁদের আরও কাছে পৌঁছে গেল চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। আরও একটি কক্ষপথ পেরিয়ে গেল এই মহাকাশযান। আর সামান্য দূরত্ব অতিক্রম করলেই চাঁদ ছুঁয়ে ফেলবে চন্দ্রযান। চাঁদের থেকে এর দূরত্ব এখন মাত্র ১,৪৩৭ কিলোমিটার। বুধবার এই সুখবর জানিয়ে ট্যুইট করেছে ISRO , এই মুহূর্তে মহাকাশযানটি ১৭৪ কিমি X ১৪৩৭ কিমি কক্ষপথে অবস্থান করছে।
Rahul Gandhi: সংসদ ছাড়ার সময় 'ফ্লাইং কিস', রাহুলের বিরুদ্ধে 'দুর্ব্যবহার' করার অভিযোগ স্মৃতি ইরানির
শনিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে চাঁদের কক্ষপথে ঢোকার প্রক্রিয়া শুরু হয়। মোট ১৮৩৫ সেকেন্ডে তা সফলভাবে করা গিয়েছে। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর থেকে ৬ গুণ কম। পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে এবার এগিয়ে যাওয়া সময়ের অপেক্ষা । ধীরে ধীরে এগোতে হবে এবার ভারতীয় মহাকাশযানকে। এরপরই ল্যান্ডিংয়ের আসল পরীক্ষা ভারতীয় বিজ্ঞানীদের। চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ল্যান্ডার বিক্রম। এবার সফল হলে ভারতের মহাকাশ গবেষণা বড় মাত্রা পাবে।