চাঁদের কক্ষপথে ঢোকার পর চাঁদ দর্শনের ভিডিয়ো সামনে এনেছিল ইসরো। শনিবার সন্ধ্যায় চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান ৩। উৎক্ষেপণের ২২ দিন পর চাঁদের মাধ্যাকর্ষণে প্রবেশ মহাকাশযানের। মূল গন্তব্যে পৌঁছতে এই মহাকাশযানের বাকি আর মাত্র ৪,৩১৩ কিমি। রবিবার রাতেই প্রথম বার কক্ষপথ বদল করার পর চাঁদের আরও কাছাকাছি পৌঁছেছে চন্দ্রযান ৩। এখন অপেক্ষা কেবল চাঁদ ছোঁয়ার।
চাঁদের কক্ষপথে পৌঁছে প্রথম যে অবস্থানে ছিল চন্দ্রযান-৩, তার চেয়ে ১৭০ এগিয়েছে সেটি। শনিবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে চাঁদের কক্ষপথে ঢোকার প্রক্রিয়া শুরু হয়। মোট ১৮৩৫ সেকেন্ডে তা সফলভাবে করা গিয়েছে। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর থেকে ৬ গুণ কম।