ভারতের প্রথম সৌর অভিযান সফল। শনিবার বিকেলে নির্দিষ্ট কক্ষপথে বসল আদিত্য এল ১। আগামী ৫ বছর সূর্যের চারদিকে প্রদক্ষিণ করবে ওই সৌরযান। সংগ্রহ করবে একাধিক তথ্য। এমনই জানিয়েছে ইসরো।
সূর্যের কাছে ল্যাগারেঞ্জ পয়েন্ট বা এল ১ পয়েন্টের দূরত্ব ভারতের থেকে ১৫ লক্ষ কিলোমিটার। গতবছর ২ সেপ্টেম্বর ইসরো এই সৌর অভিযান করেছিল। পাঠানো হয়েছিল আদিত্য এল ১ সৌরযান। এদিনের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি এক্স প্ল্যাটফর্মে লেখেন, গন্তব্যে পৌঁছে গিয়েছে আদিত্য এল ওয়ান। ভারত আরও একটি ইতিহাস তৈরি করেছে। ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদও জানান তিনি।
প্রধানমন্ত্রী এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেন, "ভারতীয় বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের ফসল। এটা অন্যতম জটিল স্পেস মিশন। এক অনন্য নজির গড়েছেন বিজ্ঞানীরা। যা বিজ্ঞানেক ও মানবতার স্বার্থে ব্যবহার করা হবে।"