চাঁদ হল, সূর্য হল, এবার ইসরোর (ISRO) লক্ষ্য সবথেকে উজ্জ্বল গ্রহ । ইতিমধ্যেই তোরজোড় শুরু হয়ে গিয়েছে । এবার ইসরো শুক্রে (Venus) তাঁদের অভিযান চালাতে চান । অভিযানের নাম দেওয়া হয়েছে শুক্রযান । আবার যে মহাকাশযানটি শুক্র সফরে যাবে, তারও নাম শুক্রযান । জোরকদমে গবেষণা চলছে, কাজ এগোচ্ছে ইসরো কর্তৃপক্ষ । এমনটাই জানিয়েছেন ইসরো প্রধান এস সোমনাথ ।
সূর্যের কাছের গ্রহের মধ্যে অন্যতম হল শুক্র । ইসরো কর্তৃপক্ষ জানিয়েছে,এই গ্রহের বায়ুমন্ডল নাকি ভারী । অ্যাসিডে ভর্তি। শুক্রের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর চেয়ে ১০০ গুণ বেশি। তাঁদের শুক্রযান সেখানে শুক্রগ্রহের মাটি এবং বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করবে । এটা অভিযানের মূল লক্ষ্য । ইতিমধ্যেই শুক্র অভিযানের জন্য যে পেলোডগুলি ব্যবহার করা হবে, তাও ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে । এস সোমনাথ জানাচ্ছেন, এই অভিযানে শুক্রের বায়ুমন্ডল, মাটি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ অজানা তথ্য হাতে আসতে পারে ।
আরও পড়ুন, Unusual Story: তিন ঘণ্টা অফিসেরই লিফটে আটকে কর্মী, মাইনে থেকে কেটে নেওয়া হল টাকা!
শুক্রে অভিযান চালাতে চায় নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সিও । সেই লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা । ২০৩০-এর দিকে শুক্রে অভিযানের লক্ষ্যমাত্রা নিয়েছেন তাঁরা ।