৪০ দিনের অপেক্ষা শেষ। চন্দ্রপৃষ্ঠের কঠিনতম অংশ দক্ষিণ মেরুতে অবতরণ করল চন্দ্রযান ৩। এবার আগামী লক্ষ্য কী! চাঁদের অন্ধকারাচ্ছন্ন এই অংশে দ্বিতীয়বারের চেষ্টায় অবতরণ করে এবার নতুন কাজ শুরু করে দিয়েছে ইসরো। ইসরো টুইট করে জানিয়েছে, ল্যান্ডারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন বিজ্ঞানীরা। চাঁদের প্রথম ছবিও শেয়ার করে নিল ইসরো।
ইসরোর পক্ষ থেকে জানা গিয়েছে, এবার কাজটা আরও কঠিন। চাঁদের এই অংশে সূর্যের আলো পৌঁছয় না। এই অংশ খুবই শীতল। মাইনাস ৩০০ ডিগ্রি ফারেনহাইট এর তাপমাত্রা। এই অংশে গিরি ও খাদ দুইই আছে। পদে পদে রয়েছে বিপদ। চাঁদের অনেক অংশে কখনও সূর্যের আলো প্রবেশ করেনি। তাই সেই সব এলাকায় থাকতে পারে জলীয় বরফ। এবার চন্দ্রযান সেই বরফেরই সন্ধান করবে।
আরও পড়ুন: চাঁদের মাটিতে চন্দ্রযান! আবেগ-উল্লাসে ভাসল ইসরো-র দফতর
ইসরোর বিজ্ঞানীদের আশা, এই এলাকায় রোভার প্রজ্ঞানের ঘুরে বেড়ানো চ্যালেঞ্জ। এছাড়া আগ্নেয়গিরি, প্রাচীন সমুদ্র, পাহাড়েরও সন্ধান করবে রোভার প্রজ্ঞান।