গত বুধবার চাঁদের মাটিতে (Moon's Surface) অবতরণ করেছিল চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান। এই বুধবার টুইট করে চন্দ্রপৃষ্ঠের নতুন ছবি প্রকাশ করল ISRO। ছবিতে ক্যামেরাবন্দি হয়েছে ইসরোর (ISRO) ল্যান্ডার বিক্রম।
টুইট করে ISRO জানিয়েছে, এটি অভিযানের সেরা ছবি বা ইমেজ অফ দ্য মিশন (Image Of The Mission)। ছবিটি রোভারের নেভিগেশন ক্যামেরাতে তোলা হয়েছে। ISRO জানিয়েছে, এই ক্যামেরা চন্দ্রযান ৩-এর জন্যই তৈরি করা হয়েছে। ইলেকট্রো-অপটিক্স সিস্টেমের গবেষণাগারে তৈরি হয়েছে এই ক্যামেরা। এবড়োখেবড়ো চন্দ্রপৃষ্ঠের কয়েক হাত দূরে ল্যান্ডারটি রাখা হয়েছে। সকাল ৭টা ৩৫ মিনিটে এই ছবিটি তোলা হয়েছে।
আরও পড়ুন: ISRO : শনিবার সূর্যের রহস্য ভেদ করতে যাচ্ছে Aditya L1
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ISRO টুইট করে জানায়, চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে সালফারের প্রমাণ পেয়েছে রোভার প্রজ্ঞান। অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন, অক্সিজেনের অস্তিত্ব রয়েছে। ISRO জানায়, দক্ষিণ মেরুতে হাইড্রোজেনের উপস্থিতিও আছে। প্রজ্ঞানে লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেক্ট্রোস্কোপ। নমুনা সংগ্রহ করে তা ইসরোকে পাঠিয়েছে রোভার প্রজ্ঞান।