২০১৯ এ চাঁদের মাটিতে আছড়ে পড়েছিল চন্দ্রযান-২ (Chandrayaan-2)। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই নয়া স্বপ্ন উড়ান নিয়ে এবার যাত্রা করবে চন্দ্রযান-৩। এবার যেন সাফল্য আসে, প্রার্থনা করে তিরুপতিতে পুজো দিলেন ইসরো কর্তারা।
শুক্রবার দুপুর ২টো ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে।
বৃহস্পতিবার তিরুপতি মন্দিরে চন্দ্রযানের একটি ছোট সংস্করণ নিয়ে পুজো দেন ইসরো কর্তারা।
জানা গিয়েছে এবার ধাক্কা খেলেও চালু থাকবে চন্দ্রযান। সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। সেই মতোই সমস্ত প্রোগ্রাম সাজানো হয়েছে।