চাঁদের দক্ষিণমেরুতে সূর্য উঠেছে। ১১ দিনে চাঁদে নতুন ‘মাইলফলক’ ছুঁয়ে ফেলে ইসরোর রোভার প্রজ্ঞান (Rover Praggyan) ছিল কার্যত স্লিপিং মোডে। সূর্যের ক্ষীণ আলো এসে পড়েছে শিবশক্তি পয়েন্টেও। এবার প্রজ্ঞান এবং বিক্রমকে জাগানোর চেষ্টায় ইসরো।
গত কয়েকদিন ধরে স্লিপিং মোডে প্রজ্ঞান। ইসরো সূত্রে খবর , চাঁদে বুধবারই সূর্যোদয় হয়েছে, কিন্তু সেই ছবি ধরতে পারেনি প্রজ্ঞান। হিমশীতল আনহাওয়ায় যন্ত্রগুলি অকেজো হয়ে রয়েছে, খানিক তাপ না পেলে তা সচল হওয়া সম্ভব নয়। কিন্তু এখনই সূর্যের থেকে তাপ নিতে পারবে না ইসরোর এই চন্দ্রাযান। ঠিক মতো তাপ পেলে রিচার্জড হবে রোভার প্রজ্ঞান ও ল্যান্ডার বিক্রম । তারই অপেক্ষায় দিন গুনছে ইসরো।
Vande Bharat Express: আরও ২টি বন্দেভারত চালু হচ্ছে হাওড়া থেকে, সফর হবে আরও আরামের
উল্লেখ্য, চাঁদে সূর্যাস্ত হলে (চাঁদে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হতে সময় লাগে পৃথিবীর হিসাবে ১৪ দিন) ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে বিক্রম এবং প্রজ্ঞান। কারণ এরা চলে সৌরশক্তিতে।